সীতাকুণ্ড পৌর তিন বিএনপি নেতার অব্যাহতি আদেশ প্রত্যাহার করা হয়েছে। তারা হলেন–সীতাকুণ্ড পৌরসভার সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফ, ৫নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল্লাহ ভূঁইয়া ও ৮নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম। উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। জানা যায়, ২০২২ সালের ১৩ মে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী আদেশে সীতাকুণ্ড থানা ও পৌরসভাসহ সকল ওয়ার্ড কমিটি ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়। তারই ভিত্তিতে পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন ও সদস্য সচিব ছালেহ আহম্মদ তৎকালীন ওয়ার্ড দায়িত্বশীলদেরকে না জানিয়ে ও তাদেরকে বাদ দিয়ে অপর একটি আহ্বায়ক কমিটি গঠন করেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা মোজাহের উদ্দিন আশরাফ, শহিদুল্লাহ ভূঁইয়া ও খোরশেদ আলমকে অব্যাহতি প্রদান করা হয়। গত ২১ সেপ্টেম্বর উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার স্বাক্ষরিত এক চিঠিতে অব্যাহতি আদেশ প্রত্যাহার করে নেন।