সীতাকুণ্ড ডিগ্রি কলেজ অভিভাবক সমাবেশ

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২৯ নভেম্বর, ২০২৩ at ১০:১৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম৪ সীতাকুণ্ডে আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এস এম আল মামুন বলেছেন, শিক্ষক এবং অভিভাবকবৃন্দের সম্মিলিত ইতিবাচক প্রচেষ্টায় গড়ে ওঠা শিক্ষার্থীরাই আগামীর সুন্দর সমৃদ্ধ, আলোকিত দেশ গড়ার কারিগর। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গঠনের যে মিশন এবং ভিশন এটাতে আমাকে আওয়ামীলীগের মনোনয়ন দিয়ে সম্পৃক্ত করেছেন। যে কোনো কিছুর বিনিময়ে স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে সীতাকুণ্ডকেও স্মার্ট বাংলাদেশের অংশ করতে চাই। গতকাল মঙ্গলবার সীতাকুণ্ড ডিগ্রি কলেজের সরকারী উপবৃত্তি সংক্রান্ত অভিভাবক সমাবেশে (একাদশ শ্রেণী শিক্ষাবর্ষ ২০২৩২০২৪) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সীতাকুণ্ড ডিগ্রী কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুধীর কান্তি নাথ এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আ. .. দিলসাদ, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম সরকার, উপধ্যক্ষ মোহাম্মদ মুসা, সীতাকুণ্ড ডিগ্রি কলেজ পশিক্ষক পরিষদের সম্পাদক মো. বেদারুল আলম, পৌর কাউন্সিলর সফিউল আলম চৌধুরী মুরাদ, অভিবাবক সমীর কান্তি শর্মা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসুযোগ পেলে হাটহাজারীর জনগণের জন্য কাজ করে যাব
পরবর্তী নিবন্ধচবি ইতিহাস বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা