সীতাকুণ্ড ট্র্যাজেডিতে আর্থিক সহায়তা বিষয়ে চট্টগ্রাম লেডিস ক্লাবের জরুরি সভা গতকাল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাব সভানেত্রী খালেদা আউয়াল। আহতদের পরিপূর্ণ চিকিৎসার জন্য সীতাকুণ্ড চিকিৎসা সহায়তা তহবিলে ক্লাবের পক্ষ থেকে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
ক্লাব সম্পাদিকা বোরহানা কবিরের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ড. জয়নাব বেগম, জিনাত আজম, সাবিহা মুসা, পারভিন চৌধুরী, আক্তার বানু ফ্যান্সী, সৈয়দা শামীম কাদের সুরমা, রোকেয়া আকতার বারী, শামীম আরা আহাদ, রুহি মোস্তফা, সাকেরা সাদেক, আফরোজা বুলবুল তাহের, নাছিমা শওকত, ফেরদৌসী আরা বেগম, লায়লা বেগম, হাজেরা আলম মুন্নী, মরিয়ম বেগম, রোকেয়া চৌধুরী, কাজী তুহিনা আক্তার, মর্জিনা আখতার, রোকেয়া আহমেদ, মাইনু নিজাম, ডা. আরীফা চৌধুরী, অধ্যাপক আলেয়া চৌধুরী, লায়লা ইব্রাহিম বানু প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।