সীতাকুণ্ড উপজেলাকে শতভাগ স্কাউট উপজেলা হিসেবে গড়ে তোলা হবে

কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধনে ইউএনও

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ মে, ২০২৪ at ৮:০০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম বলেছেন, স্কাউটিংয়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরির জন্য সরকার সব শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিংকে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে ট্রেনিং শেষে শিক্ষকবৃন্দ ট্রেইনার হিসেবে প্রতিটি স্কুলে আগামী ১ মাসের মধ্যে ২টি করে টিম প্রস্তুত করবে। জুনের মধ্যে আমরা সীতাকুণ্ড উপজেলাকে শতভাগ স্কাউট উপজেলা হিসেবে গড়ে তুলবো। গতকাল বুধবার কাব স্কাউট ইউনিট লিডার বেসিক

কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সীতাকুণ্ডের ইউএনও কে এম রফিকুল ইসলাম একথা বলেন। বাংলাদেশ স্কাউটস সীতাকুণ্ড উপজেলা শাখার ব্যবস্থাপনায় কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে স্কাউটস সভাপতি মো. জাহাঙ্গীর ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম সরকার, উপজেলা শিক্ষা অফিসার মো. নুরুচ্ছাফা, কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মো. আলী নেওয়াজ, ইকবাল হোসাইন প্রমুখ। বক্তারা বলেন, আগামী প্রজন্মকে স্কাউটিংয়ের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করতে বাংলাদেশ স্কাউটসকে সার্বিক সহায়তাদানে সরকার আরো কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণ করবে। প্রধানমন্ত্রীর এ আহবানে সাড়া দিয়ে উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম দায়িত্ব নেওয়ার পরপরই স্কাউটিং কার্যক্রম এগিয়ে নিতে ব্যবস্থা গ্রহণ করেন। এছাড়া সীতাকুণ্ড উপজেলার স্কুলসমূহে ২টি করে স্কাউটিং টিম করার জন্য ১টি ওরিয়েন্টেশন কোর্স, ১টি কাব হলিডে এবং সর্বশেষ ৫০টি শিক্ষা প্রতষ্ঠানের শিক্ষকদের নিয়ে ৫ দিনের ওরিয়েন্টেশন কোর্স চালু করেছেন।

পূর্ববর্তী নিবন্ধট্রাম্পের বিচারে রায় জানাতে আলোচনায় বসছেন জুরিরা
পরবর্তী নিবন্ধড্যাব চট্টগ্রাম জেলা শাখার দোয়া মাহফিল