শ্রমিক নেতাদের নামে মিথ্যা মামলা ও শ্রমিকদের উপর বহিরাগত সন্ত্রাসীদের ভয়ভীতি প্রদর্শন ও হামলার প্রতিবাদে সীতাকুণ্ড অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সমাবেশ গতকাল সোমবার বিকালে আলংকার শপিং কমপ্লেক্স সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সীতাকুণ্ড অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অটোরিকশা হালকাযান পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন ক্ষোভ জানিয়ে বলেন, আমরা প্রশাসনের কাছে অলংকার মোড়ে সমাবেশ করার অনুমতি চাই, কিন্তু প্রশাসন আমাদের অনুমতি দেয়নি। আজকে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করার অনুমতি শ্রমিকরা পায়না।
বিগত সময়ে এসব সন্ত্রাসীদের নামে বিভিন্ন থানায় অনেক মামলা থাকার পরেও প্রশাসন এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। শ্রমিক নেতাদের নামে দায়ের করা মিথ্যা মামলা অনতিবিলম্ব প্রত্যাহার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে আগামীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সাবেক সহ সভাপতি মোঃ মফিজ, সাধারণ সম্পাদক মোঃ হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মনির, লাইন সেক্রেটারী মোঃ আবু। বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি জিয়াউল হক সুমন, সম্পাদক মোঃ নুরুল আমিন মামুন, বাংলাদেশ কনস্ট্রাকশন এন্ড উড লেবার ফেডারেশন চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন তুহিনসহ প্রমুখ।