সীতাকুণ্ডে ৭৩০০ ইয়াবাসহ রোহিঙ্গা মা-মেয়ে গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২২ জানুয়ারি, ২০২৫ at ৭:০৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে ৭৩০০ পিস ইয়াবাসহ মাদকব্যবসায়ী দুই রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে পৌর সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেনকক্সবাজারের উখিয়া থানার কুতুপালং শরণার্থী শিবিরের বিবিজান (৩৮) ও রুমা (১৬)। সম্পর্কে তারা মা ও মেয়ে। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ইয়াবার একটি চালান ঢাকায় যাচ্ছে এ রকম একটি গোপন সংবাদের ভিত্তিতে রিলাঙ পরিবহনের একটি বাস থামিয়ে তাতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ১৯ টি ইয়াবা ভর্তি প্যাকেটসহ রুমা (১৬) ও বিবিজান (৩৮) নামের দুই নারীকে গ্রেপ্তার করা হয়। সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার এসআই মো. জাফর বলেন,‘ইয়াবার একটি চালান চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। নিয়মিত মামলা দায়েরের পর তাদেরকে মঙ্গলবার (গতকাল) আদালতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধগরু চোর আটক
পরবর্তী নিবন্ধআনোয়ারায় তারুণ্যের উৎসবে ফ্রি মেডিকেল ক্যাম্প