সীতাকুণ্ডে ৬ হাফেজকে পাগড়ি ও সার্টিফিকেট প্রদান

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড পৌরসভার শিবপুর হোসাইন জোহরা হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ৬ হাফেজকে পাগড়ি প্রদান অনুষ্ঠান গতকাল রোববার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামালিয়া দরবার শরীফের শাহজাদা কাজী এম এন মোস্তফা কামাল। তিনি বলেন,কোরআনে হাফেজগণ দুনিয়া ও আখেরাতের আলো, সঠিক কোরআনের ব্যাখ্যা মুসলমানদের কাছে পৌঁছে দিলে সবাই বিপথগামী থেকে বিরত থাকতে পারে। হাফেজগণ কোরআন শিখে শুধু নিজেদের মধ্যে ধরে রাখলে চলবেনা, মানুষকে হেদায়েত করতে হবে। পাপ কাজ থেকে দূরে থাকার কোরআনের ব্যাখ্যা উপস্থাপন করতে হবে, তাহলেই হাফেজগণের শিক্ষার পরিপূর্ণতা লাভ করবে। এসময় উপস্থিত ছিলেন জসিম উদ্দীন মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা বখতেয়ার উদ্দীন চৌধুরী, হাফেজ শাহনেওয়াজ, সৈয়দ ফোরকান আবু, আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, আব্দুল্লাহ আল ফারুক, অ্যাডভোকেট মেজবাহ উদ্দীর সরকার, আবু তাহের, হেলাল উদ্দীন, হাফেজ আশরাফ আলী, ডা. ওমর ফারুক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধকর্মক্ষেত্রে নিরাপত্তা বিষয়ে সাসের সেমিনার
পরবর্তী নিবন্ধজাহাজভাঙা শিল্প সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভা