সীতাকুণ্ডে ৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় পেল ওয়াশব্লক

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ২৯ মে, ২০২৪ at ৮:২৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে ৬টি প্রাথমিক স্কুলে শিক্ষার্থীদের জন্য ওয়াশব্লকের কাজের উদ্বোধন করা হয়েছে।গত সোমবার পৌরসদরের দত্তবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশব্লকের কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ এস. এম. আল মামুন। এই উদ্যোগের মাধ্যমে স্কুলের স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নতি করা হবে, যা শিক্ষার্থীদের স্বাস্থ্যকর পরিবেশে শিক্ষা গ্রহণে সহায়ক হবে।

উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলামের অনন্য উদ্যোগে ওয়াশব্লক কাজের উদ্বোধনকৃত বিদ্যালয়গুলো হলো দত্তবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাটিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমেনা বিদ্যানিকেতন,ফৌজদারহাট ক্যাডেট প্রাথমিক বিদ্যালয়, বগাচতর গুলবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বারৈয়ারঢালা ধর্মপুর এ বিএম আবুল কাসেম সরকারি প্রাথমিক বিদ্যালয়। দত্তবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এস. এম. আল মামুন। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র বদিউল আলম, উপজেলা শিক্ষা অফিসার নুরুচ্ছাফা। অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম বলেন, স্বাস্থ্যকর পরিবেশে শিক্ষা গ্রহণ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক। এই ওয়াশব্লক নির্মাণের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের জন্য একটি সুস্থ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে চাই। উদ্বোধক এস. এম. আল মামুন এমপি বলেন, স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উন্নতি শিক্ষার একটি অপরিহার্য অংশ। এই উদ্যোগ শিক্ষার্থীদের স্কুলে উপস্থিতি ও মনোযোগ বৃদ্ধি করবে এবং শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে। তিনি এই উদ্যোগ গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানান। শেষে অতিথিবৃন্দ ওয়াশব্লকের কাজের উদ্বোধন করেন।

পূর্ববর্তী নিবন্ধএবার কেজিডিসিএলকে পাইপলাইনের তালিকা দিল সিডিএ
পরবর্তী নিবন্ধচকরিয়ায় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু