সীতাকুণ্ডে ৩শ মিটার কারেন্ট জালসহ ২ জেলে আটক

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:২৮ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে নৌপুলিশের অভিযানে ৩শ মিটার কারেন্ট জালসহ ২ জেলেকে আটক করা হয়েছে। একই সময়ে অবৈধ মৎস্য শিকারের দায়ে নৌকা, ইঞ্জিন ও প্রয়োজনীয় সরঞ্জাম জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কুমিরা ফেরীঘাট হতে ১০০মিটার উত্তরে বঙ্গোপসাগর উপকূল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, লক্ষ্মীপুর জেলার নগর থানার চর শামসুদ্দিন এলাকার মৃত মোক্তার আহমেদ পালোয়ানের ছেলে মিজানুর রহমান ওরফে লালু মাঝি (৩৭) ও একই থানার উত্তর চরমার্টিন এলাকার মো.শহীদের ছেলে মো.আমির হোসেন পারভেজ (২০)। কুমিরা নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) প্রদীপ চন্দ্র দাস জানান, বঙ্গোপসাগরে নৌটহল ও অবৈধ কারেন্টজাল উদ্ধারে অভিযান চালানো হয়। অভিযানে কুমিরা ফেরিঘাট হতে ১০০ মিটার উত্তরে বঙ্গোপসাগরে বসানো ৩০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। তাছাড়া ব্যবহৃত নৌকা ও ইঞ্জিনসহ প্রয়োজনীয় সরঞ্জাম জব্দের পাশাপাশি ২ জেলেকে আটক করা হয়। তিনি আরো জানান,আটক ২জেলের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে মামলা দায়েরের পাশাপাশি তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানের আশ্রয়ণ প্রকল্পসমূহ পরিদর্শন করছেন ইউএনও
পরবর্তী নিবন্ধজমির রেকর্ড সংরক্ষণ এবং জমির প্রত্যয়নপত্র উপযুক্ত মালিকদের দিতে হেডম্যানদের প্রতি নির্দেশ পার্বত্য মন্ত্রীর