সীতাকুণ্ডে ২৫ জলাশয় ও পুকুরে মাছের পোনা অবমুক্ত

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৫:১৯ পূর্বাহ্ণ

সরকারের এমন উদ্যোগের জন্যই বাংলাদেশ আজ মাছে স্বয়ংসম্পূর্ণ। আশা করি সীতাকুণ্ড উপজেলায় মাছের উৎপাদন বৃদ্ধি ও টেকসই করতে পোনামাছ অবমুক্তি কার্যক্রম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। গতকাল বুধবার সীতাকুণ্ড উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০২৫২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় উপজেলা পরিষদ পুকুরসহ ২৫টি প্রাতিষ্ঠানিক জলাশয় ও পুকুরে ২৭৬ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম এ কথা বলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ্‌র সভাপতিত্বে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাবিবুল্লাহ, উপজেলা প্রাণীসস্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়ুয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা বেগম, মেরিন ফিশারিজ অফিসার জান্নাতুল নাঈম। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা মৎস্য চাষীদের মাঝে মাছের পোনা বিতরণ করে উপজেলা পরিষদ পুকুরে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধকাভার্ডভ্যানে বাক্সে বিশেষ কায়দায় রাখা হয় ৮০ হাজার ইয়াবা
পরবর্তী নিবন্ধসড়কের পাশে মরা গাছ, দুর্ঘটনার শঙ্কা