উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনা সরকারের বিকল্প নেই। মানুষ আর বিএনপি জামাতের আগুনে পুড়তে চাইনা, মানুষের প্রয়োজন উন্নয়ন। বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস রুখে দিতে হবে। গ্রাম হবে শহর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের ঘোষণা বাস্তবায়নে গতকাল সোমবার সীতাকুণ্ড উপজেলা সৈয়দপুর ইউনিয়নে ২৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিস্থাপন করেন্ব দিদারুল আলম এমপি। এ ২৩টি প্রকল্পের অর্থ ব্যয় করা হয়েছে প্রায় ৬০কোটি টাকা।
প্রকল্পগুলো হলো শেখেরহাট উচ্চ বিদ্যালয় ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ, হাবীব আহম্মেদ চৌধুরী সড়কের কার্পেটিং, উত্তর বগাচতর তরুণ সমিতির সড়ক কার্পেটিং, মধ্য বগাচতর সাইক্লোন সেন্টার সড়ক ইউনি ব্লক, বগাচতর হাবীব রোড থেকে দক্ষিণ বগাচতর স্কুল সড়ক কার্পেটিং, মহানগর নতুন পাড়া সড়ক কার্পেটিং, মধ্যেরধারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সাইক্লোন সেন্টার নির্মাণ, মধ্যেরধারী সড়ক কার্পেটিং, দোয়াজিপাড়া সড়ক কার্পেটিং, ডা. আবুল হাশেম ভঁিইয়া সড়ক নির্মাণ, পশ্চিম সৈয়দপুর অন্তরখালী মিরেরহাট সড়ক, পন্থিছিলা বৌদ্ধ মন্দির হইতে দক্ষিণ কেদারখীল জামে মসজিদ পর্যন্ত কার্পেটিং, পূর্ব সৈয়দপুর ছোট কুমিরা খালের উপর ১৫মিটার ব্রীজ নির্মাণ, ভুঁইয়া বাড়ি সড়কে বাকখালী খালের উপর ব্রীজ নির্মাণ, বগাচতর কমিউনিটি ক্লিনিক এর ভবন নির্মাণ, শরৎচন্দ্র সড়ক নির্মাণ, নুরুজ্জামান সড়ক উন্নয়ন, মফিজুর রহমান ভুঁইয়া সড়ক ঢালাই, আবুল কালাম সড়ক নির্মাণ, মাস্টার শাহ আলম সড়ক নির্মাণ, মাহমুদুল হক সড়ক ঢালাই, নুরুল মোস্তফা সড়ক ঢালাই, আবু তাহের সড়ক ঢালাই। শেখেরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসব উন্নয়ন প্রকল্পগুলো উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলাউদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম সরকার, উপজেলা প্রকৌশলী মনির হায়দার, সৈয়দপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি আবুল হাসেম ভুঁইয়া, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হাবিব উল্লাহ, সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক বেলাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন, সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবা উদ্দিন রানা প্রমুখ।