সীতাকুণ্ডে ১২ মামলার আসামি নারী মাদক পাচারকারী গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২১ মে, ২০২৩ at ৭:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাঁজা ও ইয়াবাসহ মিনু বেগম (৫৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত দেড়টায় উপজেলার সোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ১২ মামলার আসামি মিনু কুমিরা ইউনিয়নের ছোট কুমিরাস্থ সোনারপাড়া এলাকার মৃত তোফায়েল আহমেদের স্ত্রী।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, আন্তর্জাতিক মাদক কারবারি চক্রের সদস্য মিনু অত্যন্ত সুকৌশলে মাদক কারবার পরিচালনা করতেন। রাজনৈতিক দলের অনুসারী হওয়ায় তার ছিল নিজস্ব একটি বাহিনীও। তাদের মোটা অংকের বেতন দিয়ে তিনি মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। বারবার আস্তানায় অভিযান চালালেও তার বাহিনীর কারণে হেনস্তা হওয়ার পাশাপাশি গ্রেপ্তারে ব্যর্থ হয় পুলিশ। পরে শুক্রবার রাতে প্রযুক্তির সহযোগিতায় মিনুর আস্তানায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সফল হন তারা। এসময় তার আস্তানা থেকে ৯৩৭ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ওসি আরো জানান, গ্রেপ্তার মিনুর বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় মাদকদ্রব্য আইনে ১২টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার পরবর্তী শনিবার দুপুরে মাদক মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফিটনেসবিহীন গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে
পরবর্তী নিবন্ধপারস্পরিক শ্রদ্ধা ও মানবতার তরে কাজ করার আহ্বান