সীতাকুণ্ডে ১০ হাজার মিটার চরঘেরা জাল জব্দ

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:৫২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী জাল, চরঘেরা জাল, কারেন্ট জাল, বেড় জাল, খুঁটি জাল এবং অন্যান্য নিষিদ্ধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন অভিযান চালানো হয়েছে। গত মঙ্গলবার উপজেলা মৎস্য দপ্তর, এবং কোস্ট গার্ড কুমিরার যৌথ উদ্যোগে সন্দ্বীপ চ্যানেলে অভিযান পরিচালনা করে ১০হাজার মিটার চরঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল কুমিরা ঘাটে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার শওকত আকবর, উপজেলা মৎস্য দপ্তরের তথ্য সংগ্রহকরী মো. জাফর উদ্দীন।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাটে ছিনতাইকারী চক্রের চার সদস্য আটক
পরবর্তী নিবন্ধরাষ্ট্র প্রতিটি নাগরিকের অধিকার দেয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা