সীতাকুণ্ড পৌরসদর এলাকায় অবস্থিত কামিল (এমএ) মাদ্রাসার শিক্ষার্থীরা ১০দফা দাবিতে মাদ্রাসা ক্যাম্পাসে তারা বিক্ষোভ সমাবেশ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে ক্লাস বন্ধ করে শিক্ষার্থীরা এই বিক্ষোভ সমাবেশ করে তারা। এদিকে বিক্ষোভ সমাবেশ চলাকালে শিক্ষার্থীদের দাবি পুরণের আশ্বাস দিয়েছেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ।
শিক্ষার্থীদের এসব দাবিগুলো তুলে ধরেন মোঃ সাকিব, আবিরসহ আরো অন্যান্য শিক্ষার্থীরা। ১০ দফা দাবিগুলো হচ্ছে, সীতাকুণ্ড কামিল (এমএ) মাদ্রাসার ছাত্র সংসদ পুনঃর্গঠন ও কক্ষ বরাদ্দ, করা, কোচিং বাণিজ্য বন্ধ, মাদ্রাসার মার্কেটসহ অন্যান্য মার্কেটের বরাদ্দকৃত দোকানের দুর্নীতি বন্ধ করা, সাপ্তাহিক জলসা বাস্তবায়ন নিশ্চিত করা, প্রতিটি ফ্লোরে বিশুদ্ধ পানির ব্যবস্থা নিশ্চিত করণ, ছাত্র-ছাত্রীদের জন্য আলাদা শৌচাগার, খাবারের মান উন্নয়ন, পাঠাগার সংস্কার করে ছাত্রদের জন্য উন্মুক্ত করা ও মাদ্রাসার সামনের ভ্রাম্যমাণ দোকান অপসারণ।
এছাড়া মেধাবী দরিদ্রদের বেতন এবং সকল পরীক্ষার ফি শিক্ষার্থীদের অনুকূলে রাখা। সীতাকুণ্ড কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওসমান গণি এ বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে কিছু দাবি পর্যায়ক্রমে পুরণ করা হবে। আর কয়েকটি দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে।