সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলাধীন বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আরাফাত (২৫)। তিনি নোয়াখালীর সুবর্ণচর এলাকার সুবর্ণচর গ্রামের নুরুউদ্দিনের ছেলে।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নোয়াখালী থেকে আসা যুবক আরাফাত চট্টগ্রাম যাওয়ার পথে সীতাকুণ্ড বাঁশবাড়িয়া এলাকায় একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে নিহত হন। তবে কোন গাড়িতে তিনি দুর্ঘটনাকবলিত হন তা আমরা নিশ্চিত হতে পারিনি। তার লাশ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।