সীতাকুণ্ডে সোহেল হত্যার দুই আসামি আটক

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১৮ জুন, ২০২১ at ৬:১৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত কোরবান আলী সোহেল হত্যা মামলার প্রধান আসমী মোঃ আবু জাফর (৩৪) ও শাহাবুদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব। গত বুধবার রাত ৯টায় নগরীর ইপিজেড থানার দক্ষিণ পতেঙ্গা খেজুরতলা থেকে তাদের আটক করা হয়। জাফর উপজেলার পশ্চিম মুরাদপুরের ৪নং ওয়ার্ডের আবুল মনসুরের ছেলে শাহাবউদ্দিন একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নুরুজ্জামানের ছেলে। উল্লেখ্য, গত ১৯ মে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৌরসদরের পেশপাড়া নামক স্থানে মুরাদপুর ইউনিয়নের হাসনাবাদ এলাকার মো. দেলোয়ার হোসেনের পুত্র সোহেল মোটরসাইকেল যোগে তাঁর নিজ বাড়িতে যাওয়ার পথে দুর্বত্তরা তার গাড়ি পথরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক বলেন, সোহেল হত্যা মামলার ১২ আসামীর মধ্যে মোট ৪জনকে আটক করা হয়েছে। আটক আবু জাফরের বিরুদ্ধে ১০টি এবং সাহাব উদ্দীনের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে বলে জানা যায়।

পূর্ববর্তী নিবন্ধলালখান বাজার ওয়ার্ডে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ