সীতাকুণ্ড থানার বড় দারোগাহাট থেকে ১৪ লাখ ৩৮ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৭৯৫ পিস হলুদ রঙের ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭।
আজ শুক্রবার (২ এপ্রিল) বিকেলে র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার এ তথ্য জানান।
আটক দু’জন হলো কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বেরুনতলী উত্তর হ্নীলা এলাকার মৃত নজির আহম্মেদের ছেলে মো. সৈয়দ আলম (৫৯) ও একই জেলার কক্সবাজার সদর থানার খুরুশকুল এলাকার ইমাম হোসাইনের ছেলে মো. নুর হোসেন (৩২)।
র্যাবের এ মিডিয়া কর্মকর্তা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে বড় দারোগাহাট ওজন স্কেলের সামনে ‘পূর্বাশা পরিবহনের’ বাস থেকে দুইজনকে আটক করা হয়। তাদের কাছে থাকা শপিং ব্যাগের ভেতর হতে ৪ হাজার ৭৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা।”
তিনি জানান, আটক দুইজন জিজ্ঞাসাবাদে জানায় তারা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে বিক্রি করছে। উদ্ধার করা মাদকদ্রব্যসহ দুইজনকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।