সীতাকুণ্ডে সালিসি বৈঠকে প্রতিপক্ষের হামলায় আহত কৃষকের মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি  | মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:১৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে সম্পত্তি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য বসা সালিসি বৈঠকে কুপিয়ে আহত কৃষকের ২২দিন পর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কৃষক হলেন নুরুল আবছার (৫৫)। তিনি উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নতুনপাড়া এলাকার মৃত নুর ইসলামের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সোহেল বলেন, নিহত কৃষক নুরুল আবছারের পরিবারের সঙ্গে হামলাকারী হারুনুর রশিদ ও নুর উদ্দিন গংদের দীর্ঘদিন ধরে সম্পত্তি বিরোধ চলছিল। গত ২৫ আগস্ট বিকেলে বিরোধ নিষ্পত্তিতে সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালে হঠাৎ কথাকাটাকাটির জেরে নিহত নুরুল আবছার ও তার পরিবারের সদস্যদের ওপর অতর্কিত আক্রমণ করে প্রতিপক্ষরা। এ সময় তাদের হাতে থাকা ধারালো চুরি, রামদা ও কুড়াল দিয়ে নিহতের পরিবারের সদস্যদের কুপিয়ে আহত করা হয়।

তিনি আরও জানান, হামলার একপর্যায়ে ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারীরা সবাই মিলে নুরুল আবছারকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে নুরুল আবছারের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। ঘটনার পর হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত নুরুল আবছারকে উদ্ধার করে তার পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, সালিসি বৈঠকে হামলার ঘটনায় গত ২৬ আগস্ট সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করা হয়। আহত শহিদুল ইসলাম বাদী হয়ে এটি দায়ের করেন।

তিনি আরও বলেন, মামলার পর তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। কয়েকদিন পর দুজন জামিনে বের হয়েছেন। এসআই ফারুক বলেন, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্ত করা হবে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী প্রতিবেদন তৈরির পর আদালতে জমা দেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় বাদশা মিয়া সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গাড়ি চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার ২ চোরাই টেক্সি উদ্ধার