সীতাকুণ্ডে সাগর উপকূল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:৩৯ অপরাহ্ণ

সীতাকুণ্ডে সমুদ্র উপকূলের বাঁশবাড়িয়া থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার
দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালীয়াকুল এলাকায় সমুদ্র উপকূলে জোয়ারের পানিতে অর্ধগলিত এক ব্যক্তির মরদেহ ভেসে আসতে দেখেন স্থানীয়রা।

পরে মানবিক সংগঠন গাউছিয়া কমিটিকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে কুমিরা নৌ পুলিশ ফাঁড়িতে
হস্তান্তর করেন।

এদিকে কুমিরা নৌ পুলিশের ইনচার্জ মোঃ নাছির উদ্দিন বলেন, গাউছিয়া কমিটির সহায়তায় সমুদ্র উপকূল থেকে একটি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাতনামা লাশের পরিচয় নাম পরিচয় পাওয়া যায়নি।

তবে ধারণা করা হচ্ছে মৃতদেহটি ১৫ থেকে ২০ দিন আগের। উদ্ধার হওয়া লাশের ময়নাতদন্তের জন্যে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএস আলমের গাড়ি কাণ্ড : বিএনপি নেতা মঞ্জুরুল চট্টগ্রাম বিমানবন্দরে আটক
পরবর্তী নিবন্ধচকরিয়ায় গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত