সীতাকুণ্ডে বারৈয়াঢালা এলাকায় পিকআপ ভ্যানর ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৬ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়নের কলাবাড়ীয়া এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহতের নাম মোঃ আবুল হোসেন (৭০) ।
এ ঘটনায় আহত হয়েছেন আর ও দু’জন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বৃদ্ধ আবুল হোসেন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কলাবাড়ীয়া
এলাকার সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রামগী একটি দ্রুতগামী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা দিলে তিনিসহ আরো দুজন আহত হন।
স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছে আরো দুইজন ব্যক্তি। আহত ব্যক্তিরা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
এদিকে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোঃ ফারুক বলেন, সকাল সাড়ে ৬টার দিকে পিকআপ ভ্যানের ধাক্কায় আবুল হোসেন নামের এক পথচারী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। পিকআপ ভ্যানটি আটক রয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহত আবুল হোসেন সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের বাসিন্দা মৃত হাফিজুর রহমানের ছেলে।