সীতাকুণ্ডে পুরাতন স্ক্র্যাপ জাহাজের মেয়াদোত্তীর্ণ ফায়ার বোতল বিষ্ফোরণে আহত ব্যবসায়ী মো. রুবেল মারা গেছেন। গতকাল সোমবার বিকালে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
গত রোববার দুপুর তিনটার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ বত্তারপাড় এলাকায় মাহবুবুর আলমের মালিকানাধীন মেসার্স এম.এ শিপ ইয়ার্ডে জাহাজের মেয়াদোত্তীর্ণ গ্যাস ফায়ার বোতল বিস্ফোরিত হয়ে ব্যবসায়ী রুবেল গুরুতর আহত হন। এরপর তাকে চট্টগ্রামের মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়। রুবেল ওই এলাকার মৃত বাদশা মিয়ার পুত্র। মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নিহত ব্যবসায়ী রুবেলের স্বজন ইউপি মহিলা সদস্য রোজিনা আক্তার।