সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দুর্ঘটনা, ৮ শ্রমিক দগ্ধ

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:১৪ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে একটি শিপইয়ার্ডে দুর্ঘটনায় ৮ শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে বারআউলিয়ার সাগর উপকূলের জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি (পুলিশ সুপার) আবদুল্লাহ আল মাহমুদ জানান, জাহাজ কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় অগ্নিদ্বগ্ধ শ্রমিকেরা হলেন দুলাল হোসেন, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মুক্তার শেখ, সহিদুর রহমান, মোহাম্মদ ফারুক, দুলাল হোসেন ও হানিফ আলী।

চট্টগ্রাম শিল্প পুলিশের এসপি আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, মঙ্গলবার দুপুর আনুমানিক ২টার দিকে সীতাকুণ্ডের জিরি সুবেদার শিপব্রেকিং ইয়ার্ডে একদল শ্রমিক কাজ করার সময় অঙি এসিটিলিন গ্যাস দাহ্য পদার্থের উপর পড়ে হঠাৎ আগুন ধরে গেলে সেখানে কর্মরত ৮ শ্রমিক দ্বগ্ধ হন। ঘটনার পর ইয়ার্ড কর্তৃপক্ষ শ্রমিকদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন। শ্রম পরিদর্শন অধিদপ্তর ও পুলিশ জানায়, আহতদের মধ্যে ২ শ্রমিকের শরীরের প্রায় ২৫ শতাংশ এবং ৫ জনের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডের অংশীদার মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ সাংবাদিকদের বলেন, হঠাৎ আগুনের ফুলকি থেকে কিছু শ্রমিক সামান্য দ্বগ্ধ হয়েছে। তবে তিনি বাইরে থাকায় বিস্তারিত জানাতে পারেননি।

সীতাকুণ্ড শ্রম পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আহত শ্রমিকরা বর্তমানে দুটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ইয়ার্ড কর্তৃপক্ষ চিকিৎসার ব্যবস্থা করেছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ঘটনা ঘটেছে বলে শুনেছি। কী কারণে এ দুর্ঘটনা, কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হবে।

পূর্ববর্তী নিবন্ধ‎মীরসরাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, মায়ের দাবি হত্যা 
পরবর্তী নিবন্ধনামাজে যাওয়ার পথে বাস চাপায় যুবকের মৃত্যু