সীতাকুণ্ডে লোকালয় থেকে ১০ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়েছে। পরে সাপটি গভীর পাহাড়ে অবমুক্ত করা হয়। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাটস্থ খাদেমপাড়া এলাকার ঠান্ডা মিয়ার বাড়ির পাশ থেকে অজগর সাপটি উদ্ধার করা।স্থানীয় বাসিন্দা ইফতেখার আলম জানান, সোমবার রাত পৌনে ২টার সময় বাড়ির পুকুর পাড়ে ঘেরা জালের সাথে অজগর সাপটি আটকে থাকে। গতকাল মঙ্গলবার সকালে বন বিভাগের লোকজনকে খবর দিলে তারা এসে জালের সাথে আটকা থাকা অজগরটি উদ্ধার করে। চট্টগ্রাম উত্তর বন বিভাগের ডিএফও এস এম কায়ছারের নির্দেশে ফৌজদারহাট চেক কাম স্টেশনের কর্মকর্তা মোহাম্মদ খসরুল আমিনের নেতৃত্বে কর্মকর্তারা পাহাড়ের গভীর অরণ্যে অবমুক্ত করে। বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়ছার বলেন, প্রায় ১০ ফুট দৈর্ঘ্যর এ অজগরটির ওজন ২০কেজি। অব্যাহত পাহাড় কাটা ও বন উজাড়ের কারনে খাদ্য সংকট প্রকট আকার ধারণ করেছে। যার ফলে খাদ্য সংকটে লোকালয়ে নেমে আসছে এসব প্রাণী। যেসব বাড়িতে হাঁস–মুরগি আছে,গন্ধ শুকে অজগর সেই সব বাড়িতে ঢুকে পড়ে।












