সীতাকুণ্ডে লরির ধাক্কায় এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ওসি। শুক্রবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, এদিন চট্টগ্রামমুখি একটি পণ্যবাহী ট্রাক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কুমিরা গ্রামস্থ নিউ রাজাপুর জামে মসজিদ এলাকা অতিক্রমকালে তার সামনে থাকা একইমুখি একটি লরিকে পেছন থেকে সোজরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়। পরে মারাত্বক আহত অবস্থায় ট্রাক চালক ইউনুস সর্দার(৫০) কে স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউনুস সর্দার পিরোজপুর জেলার চিতলিয়া নাজিরপুর থানাধীন এলাকার শেখ বাড়ির বাসিন্দা মৃত আজহার সর্দারের ছেলে।
এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল মোমিন বলেন, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে চট্টগ্রামমুখি একটি পণ্যবাহী ট্রাক ওই এলাকা অতিক্রম করছিল। এসময় তার সামনে থাকা একটি লরিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুছড়ে গিয়ে ট্রাক চালক মারাত্বক আহত হন।
পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লরি আটক রয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে।











