সীতাকুণ্ডে রক্তদান উৎসব ও ওয়াজ মাহফিল কাল

| শুক্রবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৩১ পূর্বাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কাল শনিবার রাহে ভান্ডার তরুণ আশেকান পরিষদ (রাতআপ) সীতাকুণ্ড শাখার উদ্যোগে আর্তমানবতার সেবায় স্বেচ্ছায় রক্তদান উৎসব ও ওয়াজ মাহফিল সীতাকুণ্ড কদমরসুল সদর আলী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। রক্তদান উৎসবের উদ্বোধন করবেন চমেক হাসপাতালের ইএনটি ও হেডনেক সার্জারি ডা. মোহাম্মদ রোবীন।

এতে প্রধান অতিথি থাকবেন সীতাকুন্ড উপজেলা ইউএনও ফকরুল ইসলাম। বাদে মাগরিব ওয়াজ মাহফিলে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্যাংশন
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতির ফাঁকে