সীতাকুণ্ডে মো. হাফেজ মোতাসিম বিল্লাহ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রকে অপহরণ করা হয়েছে। অপহরণের পাঁচ দিন পর তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা। গত বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকা থেকে তাকে অপহরণ করা হয়। গতকাল বুধবার দুপুর পর্যন্ত অপহৃত ওই মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
অপহৃত মোতাসিমের বাড়ি উপজেলার ছোট কুমিরা এলাকায়। তাঁর বাবা মাওলানা নুর উদ্দিন লতিফা সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। মোতাসিম ছোট কুমিরা ইসলামিয়া আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র।
বাবা নুর উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে নামাজ পড়তে বাসা থেকে বের হয় মোতাসিম। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও সে আর বাড়ি ফেরেনি। এই ঘটনার পর আত্মীয়–স্বজনের বাড়িসহ তাঁরা সম্ভাব্য সব স্থানে মোতাসিমের খোঁজ করেন। সন্ধান না পেয়ে পরদিন শুক্রবার রাতে সীতাকুণ্ড থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। তিনি আরও জানান, গত মঙ্গলবার রাতে অচেনা একটি নম্বর থেকে মোতাসিমকে অপহরণ করা হয়েছে জানিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা দিলে ছেলেকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়া হবে বলেও জানানো হয়।
একই নম্বর থেকে বারবার অপহরণকারীর ফোন আসায় নুর উদ্দিন বিষয়টি পুলিশকে জানিয়েছেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, শিশুটি নিখোঁজ হয়েছে জানিয়ে প্রথমে পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়। কিন্তু গত মঙ্গলবার রাতে তারা জানিয়েছেন শিশুটিকে অপহরণ করেছে জানিয়ে দুই লাখ মুক্তিপণ দাবি করছে অপহরণকারী। শিশুটিকে উদ্ধারে তৎপরতা জোরদার করা হয়েছে বলে ওসি জানান।