সীতাকুণ্ডে একটি শীতলা মন্দিরে ইট ছুঁড়ে ঘট ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার গভীর রাতে কুমিরা মগপুকুর মগধেশ্বরী মন্দিরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। তবে প্রাথমিকভাবে এটিকে চুরির ঘটনা বলে ধারণা করছে পুলিশ। খবর পেয়ে রোববার সকালে সীতাকুণ্ড সার্কেলের এএসপি মো. আশরাফুল করিম, থানার ওসি মো. আবুল কালাম আজাদ, ওসি(তদন্ত) সুমন বণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে ঘটনার পরপরই সীতাকুণ্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভুঁইয়া, বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্যান শওকত আলী জাহাঙ্গীর, সীতাকুণ্ড পূজা কমিটির সভাপতি বিমল চন্দ্র নাথ, হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ সভাপতি পংকজ দেবনাথ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মন্দির কমিটির সভাপতি হিমাংশু দেবনাথ বলেন, রোববার সকালে খবর পেয়ে ৯৯৯ এ ফোন করলে পুলিশ আসে। সীতাকুণ্ড থানার ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, ঘটনাস্থলে এসে দেখলাম মন্দিরের সামনে বট গাছের নিচে স্থাপনকৃত ঘট ভাঙচুর করা হয়েছে। ভেতরের দানবাক্সও ভাঙার চেষ্টা করে দুর্বৃত্তরা। পিতলের কলস নেয়ার চেষ্টা করেও গ্রিলের কারণে পারেনি। এটিকে চুরির চেষ্টা বলে মনে হচ্ছে। চুরি করতে না পেরে ক্ষোভে কিছু ভাঙচুর করেছে বলে আমাদের ধারণা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।