জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস আয়োজিত সীতাকুন্ড উপজেলার অনূর্ধ্ব-১৬ বালকদের ভলিবল প্রতিযোগিতা গতকাল বৃহষ্পতিবার কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য। চুড়ান্ত খেলায় আল আমিন দাখিল মাদ্রাসা দল কুমিরা উচ্চ বিদ্যালয় দলকে ২- ০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আজমসহ অংশ গ্রহণকারী বিদ্যালয়সমূহের ক্রীড়া শিক্ষকবৃন্দ। খেলা পরিচালনার সার্বিক দায়িত্বে ছিলেন চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক সাইফুল্ল্যাহ মুনির।