সীতাকুণ্ডে ‘পারিবারিক কলহের’ জেরে বিষপানে নাহিদা আক্তার (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ভোরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেদারখিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাহিদা আক্তার সৈয়দপুর ইউনিয়নের কেদারখিল গ্রামের নুর বক্স হাজী বাড়ির ইকবাল হোসেনের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী। স্থানীয়রা জানান, নাহিদা আক্তারের স্বামী ইকবাল হোসেন আগে সিএনজি অটোরিকশা চালালেও বিগত এক বছর যাবত তিনি কোনো কাজকর্ম করছিলেন না। যার কারণে বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন নাহিদা। এই নিয়ে তাদের সংসারে অশান্তি চলে আসছিল। মঙ্গলবার ভোরে কিটনাশক পান করলে স্বজনরা তাকে চমেক হাসপাতালে ভর্তি করান। সেখানে রাত বারোটার দিকে তার মৃত্যু হয়। সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আমমেদ বলেন, পারিবারিক অশান্তির কারণেই এমন ঘটনা ঘটেছে। তবে কী কারণে নাহিদা বিষ খেয়েছে সেটা এই মুহূর্তে বলতে পারছি না। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।