সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে কাউন্সিলর ও নারী সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৮২জন। তাদের মধ্যে ১৯জনই বিএনপি বা এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও সমর্থক। ইতিমধ্যে কাউন্সিলর পদে পৌর বিএনপি ১০ প্রার্থীকে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে। সীতাকুণ্ড পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম জানান, মহিলা সংরক্ষিত পদে দলীয় সমর্থন পেয়েছেন তারা হলেন, ১, ২, ৩ নং ওয়ার্ডে পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফজিলাতুলনেছা হোসনা, ৭, ৮, ৯ নং ওয়ার্ডে-পৌর মহিলা দলের সভানেত্রী মাসুদা খায়ের। সাধারণ ওয়ার্ডে দলীয় দলীয় সমর্থন পেয়েছেন- ১নং ওয়ার্ডে পৌর বিএনপির সভাপতি মো. সেলিম উদ্দিন, ২নং ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির যুগ্ন সম্পাদক আবু তাহের, ৩নং ওয়ার্ডে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম সামসুদ্দিন আজাদ, ৪নং ওয়ার্ডে পৌর যুবদলের আহ্বায়ক অমলেন্দু কনক, ৫নং ওয়ার্ডে বিএনপির সাধারণ সম্পাদক মো. শহীদউল্ল্যা, ৭নং ওয়ার্ডে পৌর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, ৮নং ওয়ার্ডে পৌর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খুরশিদ আলম, ৯নং ওয়ার্ডে পৌর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।
পৌর বিএনপির সভাপতি ইউসুফ নিজামী বলেন, নির্বাচনে দলের একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্দলীয় ভাবে নির্বাচন হলেও প্রতিটি ওয়ার্ডে আমরা একক দলীয় প্রার্থীকে সমর্থন দিয়েছি। সুস্থ নির্বাচন হলে আমরা প্রতিটি ওয়ার্ডে অবশ্যই জয়লাভ করবো।