সীতাকুণ্ডে বাইক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৬ নভেম্বর, ২০২৩ at ৫:৫২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের কুমিরায় মোটরসাইকেল দুর্ঘটনায় ভাটিয়ারী বিজয় স্মরণী কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে সীতাকুণ্ডের বড় কুমিরা ঢাকাচট্টগ্রাম মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জোবায়ের (২৩) হোসেন কুমিরা মোল্লা এলাকার আলতাফ হোসেনের পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১২টার দিকে জোবায়ের মোটরসাইকেলযোগে ভাটিয়ারী বিজয় স্মরনী কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পথে মহাসড়কের বড় কুমিরা অতিক্রম করার সময় একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী জোবায়ের গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

পূর্ববর্তী নিবন্ধসড়ক-মহাসড়কের আতঙ্ক এখন মোটরসাইকেল
পরবর্তী নিবন্ধপ্রস্তুত আইকনিক রেল স্টেশন