সীতাকুণ্ডে ফেনসিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ৩০ আগস্ট, ২০২৩ at ১০:২০ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে শতাধিক বোতল ফেনসিডিল ও ৩৭ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব৭। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও জব্দ করা হয়। গত সোমবার গভীররাতে ঢাকাচট্টগ্রাম মহাসড়কের বড়দারোগার হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মো.আনিসুর রহমান (২৭) কুমিল্লা জেলার দাউদকান্দি থানার চারিপাড়া এলাকার মো. মোকলেছুর রহমানের পুত্র। র‌্যাব৭ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক পাচারের খবর পেয়ে গভীররাতে মহাসড়কের বড় দারোগার হাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে চট্টগ্রামমুখি সড়কে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে সন্দেহজনক ওই পিকআপকে থামাতে সংকেত দিলে, তা উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পিছু ধাওয়া করে পিকআপটিসহ মাদক কারবারিকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী পিকআপের ভেতর থেকে ৩ টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ১০০ বোতল ফেন্সিডিল এবং ৩৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের মাদক উদ্ধারের পাশাপাশি পরিবহনের ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের ও জব্দকৃত মালামালসহ তাকে থানায় সোপর্দ করা হয় ।

থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, র‌্যাবের দায়েরকৃত মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার দুপুরে ওই মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএনডিডিপি স্বাস্থ্য ভাতা বিতরণ অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালে দুই দালাল আটক