সীতাকুণ্ডে প্রভাতী একাডেমির ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২২ at ৫:০৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকার প্রভাতী কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। প্রভাতী ফুটবল একাডেমির উদ্যোগে এবং চক্রবাক ক্লাবের সহযোগিতায় গতকাল শুক্রবার টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার শেখ মোহাম্মদ আসলাম। খেলার উদ্বোধক ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত সাবেক জাতীয় ফুটবলার হাসানুজ্জামান বাবলু এবং চট্টগ্রাম ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। প্রভাতী একাডেমির চেয়ারম্যান এম. মনোয়ারুল হক এফসিএমএ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুল রহমান তৈমুরের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য আ ম ম দিলসাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য, চক্রবাক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দিদারুল ইসলাম মাহমুদ, সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাষ্টের নির্বাহী পরিচালক লায়ন মো. গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলান, ইউপি সদস্য মো. খায়ের হোসেন, সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সহসভাপতি মো. ইউছুফ শাহ, সাবেক ব্যাংকার খোরশেদ আলম, প্রভাতী একাডেমির ভাইস চেয়ারম্যান ছালেহ আকবর সাহিদ, ট্রেজারার নুরুল করিম, পরিচালক ফজলুল করিম আরমান, মফিজুর রহমান সাজ্জাদ, মনিরুজ্জামান মুরাদ, নুরুল হায়াত ডালিম। লিগ পদ্ধতিতে আয়োজিত খেলায় মোট ১০ টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় সোনাইছড়ি এফসিএ ১-০ গোলে অগ্রদুত ক্লাবকে পরাজিত করে।

পূর্ববর্তী নিবন্ধবর্ণচোরাদের মুখোশ উন্মোচন জরুরি
পরবর্তী নিবন্ধজিপিএইচ ইস্পাত প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম পয়েন্ট পেল কাস্টমস