সীতাকুণ্ডে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে জখম

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৮ আগস্ট, ২০২৫ at ৪:৪৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে এক বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে মেরে জখম করা হয়েছে। গত মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী যুবকের নাম আবদুস সালাম রাজু (২৯)। তিনি একই ইউনিয়নের দক্ষিণ সোনাইছড়ির সৈয়দ মিস্ত্রির বাড়ির বাসিন্দা মো. সফিউল্লাহর ছেলে।

এ ঘটনার সাথে জড়িত দুজনের নাম উল্লেখ করে সীতাকুণ্ড মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন রাজুর ভাই আব্দুর রহমান। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় ইয়াছিনের টায়ারের দোকানের সামনে দাঁড়িয়ে ছিল আবদুস সালাম রাজু। এ সময় কয়েকজন যুবক তাকে গাছের সাথে বেঁধে মেরে মারাত্মকভাবে জখম ও রক্তাক্ত করে।

নাম জানাতে অনিচ্ছুক স্থানীয় এক যুবক জানান, মানষিক ভারসাম্যহীন যুবক রাজু ঘটনার দিন সড়কের পাশে অবস্থান করছিল। অজ্ঞাত কারণে এ সময় রাজুকে পুলিশের সোর্স ভেবে তাকে মেরে জখম করে। খবর পেয়ে কিছু যুবক তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান।

রাজুর ভাই আব্দুর রহমান বলেন, তার ভাই বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী। কিছু বোঝে না, বলতেও পারে না। প্রতিদিন সকালে ঘর থেকে বের হয়ে ঘুরাঘুরি শেষে আবারও রাতে বাড়ি ফিরে আসেন রাজু। কিন্তু কী তার অপরাধ ছিল? তাকে এভাবে রড দিয়ে মেরে মারাত্মকভাবে জখম করা হলো কেন?

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা এ ঘটনার অভিযোগ পাওয়ার পর পুলিশ ওই এলাকায় গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তদন্ত চলছে।

পূর্ববর্তী নিবন্ধরুমমেটকে ছুরিকাঘাত, কারাগারে ডাকসুর স্বতন্ত্র ভিপি প্রার্থী
পরবর্তী নিবন্ধস্কুল ছাত্রীদের উত্ত্যক্ত করায় দুই তরুণকে কারাদণ্ড