সীতাকুণ্ডে পুলিশের ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় বিএনপির দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার গভীর রাতে উপজেলার পৌরসদরের পূর্ব আমিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, সীতাকুণ্ডের পৌরসদরের পূর্ব আমিরাবাদ এলাকার আবুল বশরের পুত্র ইমরান হোসেন প্রকাশ মুসা (২০) ও একই এলাকার মাইন উদ্দিনের পুত্র জোবায়ের হোসেন প্রকাশ আকাশ (২২)। সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক (এসআই) টিবলু মজুমদার জানান, বিক্ষোভের নামে জনদুর্ভোগ সৃষ্টি, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক তৈরি ও পুলিশের ওপর হামলা করার কারণে চারটি মামলা দায়ের করা হয়েছে। এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।












