নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে গতকাল সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়ীয়া ও বাড়বকুণ্ড বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিনের নেতৃত্বে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে পাঁচ ব্যবসায়ীকে সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, সবজি, মাছ ও মাংসের মূল্য সরজমিনে পরিদর্শন করে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মডেল থানার এসআই আমির হোসেন ও সীতাকুণ্ড থানা পুলিশের সদস্যবৃন্দ এবং উপজেলা ভুমি অফিসের কর্মচারীবৃন্দ।












