সীতাকুণ্ডে মো. তাজুল ইসলাম নামে এক পত্রিকা বিক্রেতার বসতবাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তাজুল ইসলাম বাদী হয়ে গতকাল রবিবার দুপুরে সীতাকুণ্ড মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
তাজুল ইসলাম বলেন, শনিবার রাতে বসতবাড়িতে কাজ করার সময় ১০/১২জনের একটি সংঘবদ্ধ চক্র তাঁর ভাই নজরুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তিনি সহ তার পরিবারের সদস্যরা এগিয়ে এলে চক্রটি তাদের ওপরও এলোপাতাড়ি হামলা চালিয়ে পালিয়ে যায়।
তাজুর অভিযোগ স্থানীয় এক ইউপি সদস্যের প্ররোচনায় চক্রটি তাঁদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনার পর তিনি পরিবার পরিজন নিয়ে অনেকটা আতঙ্কে রয়েছেন।
এ বিষয়ে ইউপি সদস্য মো. সোহেল বলেন, তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। তিনি হামলা করার জন্য কাউকে প্ররোচনা দেননি। তবে তিনি বিবাদীদের সাথে গিয়ে হকার তাজুকে রাতে কাজ করতে নিষেধ করেছেন।
থানায় দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) সুজন শর্মা অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।