সীতাকুণ্ডের ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে চালক ও সহকারী। গত সোমবার দিবাগত রাত ২টায় উপজেলার ফকির হাট বাজারের পশ্চিমে ডালাস পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মবিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে দুর্ঘটনায় আহত চালক ও সহকারীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। সকালের দিকে রেকার দিয়ে ট্রাকটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।