সীতাকুণ্ডে নামাজ পড়াতে গিয়ে গাড়ির ধাক্কায় আহত মসজিদের ইমাম

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ১৩ জুলাই, ২০২৪ at ৬:১৬ অপরাহ্ণ

সীতাকুণ্ডে গাড়ি ধাক্কায় এক মসজিদের ইমাম গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে আনুমানিক পৌনে ১ টার দিকে ছোট কুমিরা মসজিদ্দা হাই স্কুলের সামনে এর দুর্ঘটনাটি ঘটে।

আহত মসজিদের ইমাম স্থানীয় মাস্টার পাড়া এলাকার বাসিন্দা বলে খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা মসজিদ্দা এলাকার রাস্তা পার হচ্ছিল মসজিদ্দা হাই স্কুলের মসজিদের ইমাম মোঃ জামাল (৫০)।

এ সময় সীতাকুণ্ড মুখি একটি লোকাল মিনিবাস তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এদিকে স্থানীয়রা জানান, ঘটনার সময় বিভিন্ন মসজিদে জোহরের আজান হচ্ছিল। তখন মসজিদের ইমাম মোঃ জামাল মসজিদে নামাজ পড়ানোর উদ্দেশ্যে চট্টগ্রাম মুখী লাইনের সড়কটি পার হচ্ছিল। এ সময় সীতাকুণ্ডমুখী লোকাল মিনি বাসটি তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মসজিদের ইমাম মোঃ জামাল গুরুতর আহত হন এবং মহাসড়কে লুটিয়ে পড়ে কাতরাতে থাকেন।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, এই ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িটা আটক করে থানায় নিয়ে এসেছি। মসজিদের ইমাম মোঃ জামালকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধবান্দরবানে বৌদ্ধ বিহারে মিলল ভিক্ষুর ঝুলন্ত লাশ