সীতাকুণ্ডে দুই শিপ ইয়ার্ড থেকে ১৫ লাখ টাকার স্ক্র্যাপ চুরি

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ১৫ জানুয়ারি, ২০২৪ at ৯:৪৯ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের উপকূলীয় এলাকায় অবস্থিত দুই শিপ ইয়ার্ড থেকে প্রায় ১৫ লক্ষ টাকার স্ক্র্যাপ সামগ্রী চুরির অভিযোগ পাওয়া গেছে। গত ১২ জানুয়ারি গভীর রাতে উপজেলার ভাটিয়ারীতে সিমনী শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ এবং সোনাইছড়ি ইউনিয়নের গামারিতল এলাকায় ক্রিস্টাল শিপার্স লিমিটেড ইয়ার্ডে এই চুরির ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার তামাসহ স্ক্র্যাপ সামগ্রী নিয়ে যায় চোরচক্র। এ বিষয়ে ক্রিস্টাল শিপার্স লিমিটেড ইয়ার্ডের ম্যানেজার সাইফুল ইসলাম মাহমুদ এবং সিমনী শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজের কর্মচারী সুরোধ রায় সীতাকুণ্ড থানায় পৃথক দুটি অভিযোগ করেন।

অভিযোগে জানা যায়, ১৫/২০জনের সংঘবদ্ধ চোরের দল গত শুক্রবার গভীর রাতে ইঞ্জিনচালিত নৌকায় এসে ক্রিস্টাল শিপার্স লিমিটেড ইয়ার্ড থেকে স্ক্র্যাপ সামগ্রী নিয়ে যায়। চোর চক্রের সদস্যরা সবাই মুখোশপরা ছিল। তাই কারো পরিচয় জানা যায়নি। এছাড়া বৃহস্পতিবার সিমনী শীপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ ইয়ার্ডে গভীর রাতে ১৫/২০ জনের চোরের দল ধারালো অস্ত্রশস্ত্র সমেত হানা দেয়। এ সময় শিপ ইয়ার্ডটিতে দায়িত্বরত সশস্ত্র আনসার সদস্য এবং ইয়ার্ডে কর্মরত ১৫/১৬জনের দারোয়ান ও গার্ডের তড়িৎ তৎপরতায় চোরের দল পালিয়ে যায়। এ বিষয়েও সীতাকুণ্ড থানায় লিখিত অভিযোগ করা হয়। দুই ইয়ার্ড কর্তৃপক্ষের অভিযোগসীতাকুণ্ড থানায় অভিযোগ করার পরও পুলিশ এখনো ঘটনাস্থলে আসেনি। সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) আবু সাইদ বলেন, আমরা অভিযোগ পেয়েছি এবং অপরাধীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধলিগ্যাল ক্যারিয়ার ইনস্টিটিউটের দিনব্যাপী কর্মশালা
পরবর্তী নিবন্ধহজ যাত্রী কল্যাণ পরিষদের সভা আজ