সীতাকুণ্ডে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত হেলপার

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ১:০০ অপরাহ্ণ

সীতাকুণ্ডে রড বোঝাই ট্রাক ও রাবিশ বোঝায়ের ট্রাকের সংঘর্ষে এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন গাড়ি হেল্পারও।

আজ রবিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, এদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল নামক স্থানে বিসমিল্লাহ কম্পিউটার স্কেলের সামনে ঢাকামুখী লেনের উপর ১টি রড বোঝাই ট্রাক ঢাকামুখী লেনে চলন্ত অবস্থায় অপর ১টি রাবিশ বোঝাই ট্রাক বেপরোয়া গতিতে এসে আবার পিছনে ব্যাক করলে এতে রড বোঝাই ট্রাকটি রাবিশ বোঝাই ট্রাকের পিছনে স্বজোরে ধাক্কা লাগে।

এতে রড বোঝাই ট্রাকের চালক মোঃ সেলিম ফকির (২৮) গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মারাত্মক আহত হন একই ট্রাকের হেলপার রারিক (২০) আহত হয়। এছাড়া রড বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং রাবিশ বোঝাই ট্রাকের পিছনের ৩টি টায়ার ব্লাস্ট হয়ে যায়।

উক্ত দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসসহ রেকার ও ক্রেন গাড়ির সহায়তায় নিহত চালক ও আহত হেলপারকে উদ্ধার করা হয়।

বর্তমানে মহাসড়কে যান চলাচল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মোমিন।

পূর্ববর্তী নিবন্ধআনজুমান, জামেয়ার সেবায় মুহাম্মদ মহসিন ও সাবের আহমদের খিদমত অবিস্মরণীয় হয়ে থাকবে
পরবর্তী নিবন্ধশেষ হলো ফরাসি ধ্রুপদী চলচ্চিত্র উৎসব