মোস্তফা–হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে সীতাকুণ্ড উপজেলার কুমিরার জোড়ামতল এলাকায় আল–আমিন সুন্নিয়া দাখিল মাদ্রাসায় আধুনিক স্থাপত্যশৈলীতে নির্মাণ তমবিয়া–মমতাজ জামে মসজিদ উদ্ধোধন করা হয়। গতকাল সোমবার ফলক উন্মোচন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফলক উন্মোচন করেন ট্রাস্টের পরিচালক আলহাজ মোহাম্মদ সাইফুল আলম ও আলহাজ মোহাম্মদ সাহিদুল আলম।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মসজিদের জমি দাতা আলহাজ জহুর আলম চৌধুরী বাবুল। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন সৈয়দ অছিয়র রহমান আল–কাদেরী। বক্তব্য রাখেন সৈয়্যদ ইউনুস রজভী, আলাউদ্দিন, এস মোস্তফা আলম সরকার, মাওলানা আবু কায়সার, বাদশা আলম, মুসাদ্দিক মোরশেদ, নুরুল আলম ভুট্টু, ফরিদ আহমদ মুরাদ প্রমুখ। ট্রাস্টের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম বলেন, আমার পিতা আলহাজ মনজুর আরম ৬০ এর অধিক মসজিদ সহ ১০০টি সেবাধর্মী প্রতিষ্ঠানের মাধ্যমে পবিত্র ইসলামের খেদমত করে যাচ্ছেন। তিনি বলেন, মানবসেবা ও দুর্গতদের সেবা ও সুন্নিয়তের খেদমতই আমাদের ব্রত। তিনি বলেন, মোস্তফা–হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও আলহাজ হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট সেবাধর্মী যাবতীয় কাজ করে যাচ্ছে। তিনি তাদের সেবাধর্মী সকল কাজে সকলের সহযোগিতা কামনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।












