সীতাকুণ্ডে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার এক

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ৩ এপ্রিল, ২০২২ at ৭:৩২ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে মধ্যরাতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ নেজাম উদ্দিন (৪০) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত পৌনে ১২টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোড়ামতলস্থ কেওয়াইসিআর কারখানার সংলগ্ন হযরত উম্মেদ আলী ফকির মসজিদ গলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে একই এলাকার মোখলেস রহমানের বাড়ির শফিউল আলমের পুত্র।
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক টিবলু মজুমদার জানান, মধ্যরাতে মহাসড়কে ডাকাতি করতে একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ হচ্ছে বলে গোপনে খবর পায় পুলিশ। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা চারদিকে পালাতে থাকেন। এ সময় পিছু ধাওয়া করে ডাকাত নেজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থল থেকে গ্রিল কাটার যন্ত্র, কুড়াল, ছুরি, কোরাবারি ও ধামাসহ বিপুল পরিমাণ দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাত নেজাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যমতে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অন্য ডাকাতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের পর গতকাল সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআশুতোষ সরকার
পরবর্তী নিবন্ধমো. কামাল উদ্দীন