সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাটের পশ্চিমে সাগর উপকূল এলাকায় জেলে বাড়িতে আগুনে পুড়েছে জেলেদের ১৮টি বসতঘর। গত শুক্রবার রাত তিনটার দিকে ঘটা এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
জানা যায়, শুক্রবার গভীর রাতে ফকিরহাট জেলে পাড়ায় আগুন লাগে। আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়ে।