জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় সীতাকুণ্ড উপজেলা প্রশাসন আয়োজিত ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় অংশগ্রহণ করে কলেজ পর্যায়ে সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ বিতর্ক, উপস্থিত বক্তৃতা ও প্রকল্প প্রদর্শন ক্যাটাগরিতে প্রথম হওয়ার গৌরব অর্জন করে। গত সোমবার উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন। মঙ্গলবার সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আশরাফুল আলম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা মোস্তফা আলম সরকার, উপজেলা যুব কর্মকর্তা মো. শাহ আলম প্রমুখ। সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট মো. দিদারুল আলম জাতীয় বিজ্ঞান মেলায় ‘স্মার্ট ফোনে আসক্তি লেখাপড়ার ক্ষতি’ বিষয়ের উপর উপস্থিত বক্তৃতায় ১ম, ২য় ও ৩য় স্থান এবং বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট উপস্থাপনায় ১ম স্থান অধিকার করায় সংশ্লিষ্ট শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানান।