সীতাকুণ্ডে ভাঙচুর ও বিস্ফোরক মামলায় মো. তানভীর আলম রানা (২৭) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকির হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রানা সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ও দক্ষিণ সলিমপুরের ফকিরহাট এলাকার মো. আসলামের পুত্র।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. নাছির উদ্দিন ভূঁঞা বলেন, ছাত্রদল নেতা রানা গত ৩০ অক্টোবর মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি।
তাকে সে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।












