সীতাকুণ্ডে সরকারি চাল বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ প্রায় দেড় ঘণ্টার মতো বন্ধ থাকে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারিতল এলাকায় এ ঘটনা ঘটে। এতে একপক্ষের তিনজন আহত হওয়ার কথা দাবি করলেও অপরপক্ষ অস্বীকার করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সংশ্লিষ্টরা জানান, সোমবার বেলা ১১টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের গামারিতল এলাকায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণকালে হঠাৎ করে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে আত্মরক্ষার্থে ট্যাক অফিসার ও লাইনে দাঁড়ানো মানুষগুলো দূরে সরে যান।
সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজিম উদ দৌলা জানান, এদিন সকালে সরকারি চাল বিতরণ করার জন্য সোনাইছড়ি গামারিতলা এলাকায় যান ঠিকাদার ও ট্যাক অফিসার। চাল বিতরণ করা শুরু হলে এ সময় একদল যুবক লাঠি সোটা নিয়ে হামলা চালায়। এ নাছির, মো. শফি ও আমি আহত হয়েছি। পরে আমি প্রাথমিক চিকিৎসা নিয়েছি। আর অপর দুইজন সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেঙে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে ট্যাক অফিসার ও উপজেলা কৃষি উপসহকারী অফিসার মিত্রা বিশ্বাস বলেন, একদল যুবক সকালে লাঠি–সোটা ও হাতে রড নিয়ে চাল বিতরণকালে হামলা চালায়। এ হামলা থেকে নিজেকে রক্ষা করতে আমিসহ চাল নিতে আসা মানুষগুলো মসজিদের ভিতরে ঢুকে পড়ি। ঘটনার পর প্রায় দেড় ঘণ্টার মতো চাল বিতরণ বন্ধ থাকে। পরে স্থানীয় ও পুলিশ ঘটনাস্থলে আসলে চাল বিতরণ আবারও শুরু করা হয়। বাকি চাল আগামীকাল (মঙ্গলবার) বিতরণ করা হবে।
সীতাকুণ্ড থানার ওসি মজিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে হামলাকারীরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।