সীতাকুণ্ডে চাঁদা না দেয়ায় প্রবাসীকে প্রাণনাশের হুমকি

সীতাকুণ্ড প্রতিনিধি | বৃহস্পতিবার , ৭ নভেম্বর, ২০২৪ at ৮:৪৪ পূর্বাহ্ণ

চাঁদা না দেয়ায় এক প্রবাসীকে গুম করে প্রাণনাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই প্রবাসী মো. ফরহাদ বাদী হয়ে গত মঙ্গলবার রাতে সীতাকুণ্ড থানায় অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের পাথরপাড়ার এলাকার বাসিন্দা বাংলাদেশী বংশোদ্ভূত আমেরিকার নাগরিক মো. মুছা আহাম্মদ তার দুই মেয়ের জন্য পৌনে ৫ শতক জায়গা খরিদ করেন। জমি খরিদ করার পর থেকে এলাকার একটি সন্ত্রাসী দল নির্দিষ্ট অংকের চাঁদা দাবি করে মুছা আহাম্মদকে হুমকিধমকি দিতে থাকে। এমনকি তার ছেলে আমেরিকার নাগরিক মো. ফরহাদ গত ১ নভেম্বর দেশে আসার পর কুমিরা পাথরপাড়া গ্রামের বাড়িতে আসলে ওই সন্ত্রাসীরা তাঁকেও গুম করে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় মো. ফরহাদ হুমকি দাতাদের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।

এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার তদন্ত কর্মকর্তা এস আই মো. সেলিম বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধ১৪ তম চট্টগ্রাম ফার্নিচার মেলার আসর বসছে ৪ ডিসেম্বর থেকে
পরবর্তী নিবন্ধপশ্চিম গুজরায় জগদ্বাত্রী পূজা ৯ নভেম্বর শুরু