সীতাকুণ্ডে গ্রামীণ উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালা

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ৮ জুন, ২০২১ at ৭:২৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের পর্যটন ব্যবসায় সার্ভিস প্রোভাইডার তৈরির লক্ষ্যে গতকাল সোমবার ট্যুরিজম বোর্ডের ভার্চ্যুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘গ্রামীণ উন্নয়নে পর্যটন’ শীর্ষক এ কর্মশালায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। প্রধান অতিথি ছিলেন ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ। এতে মূল প্রবন্ধ পাঠ করেন বোর্ডের পরিচালক আবু তাহের মুহাম্মদ জাবের।
কর্মশালায় প্রধান অতিথি বলেন, সীতাকুণ্ডসহ দেশের মোট ৬০টি অঞ্চলকে পর্যটন এলাকা ঘোষণা করেছে সরকার। কোভিড-১৯ পরবর্তীতে সময়ে সীতাকুণ্ডে পর্যটকদের আগমন ১০ গুণ বৃদ্ধি পাবে। ফলে সীতাকুণ্ডবাসীকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। উপ-পরিচালক ইসরাত জাহান কেয়ার সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, ইউপি চেয়ারম্যানদের পক্ষে সৈয়দপুর ইউপি চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী, সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) সুমন বনিক, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন অনিক ও অধ্যক্ষ মো. নাসির উদ্দীন।

পূর্ববর্তী নিবন্ধশত কিলোমিটার পথ পেরিয়ে ভারতের বাঘ বাংলাদেশে
পরবর্তী নিবন্ধমীরসরাই ও সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন