সীতাকুণ্ডে গৃহবধূকে পুড়িয়ে হত্যা, পলাতক স্বামী গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২৬ জুলাই, ২০২৫ at ৫:২৭ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে পলাতক স্বামীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতের নাম মোছলেম উদ্দিন (৩২)। গ্রেপ্তার শেষে গতকাল শুক্রবার তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোছলেম সীতাকুণ্ডের ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের মধ্যম বগাচতর গ্রামের নুর মোস্তফার ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সীতাকুণ্ডের বগাচতর গ্রামের মোছলেম উদ্দিনের সাথে গত ১২ বছর আগে বিয়ে হয় পার্শ্ববর্তী উপজেলা মীরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন এলাকার সোনাপাহাড় গ্রামের ফাতেমা আক্তারের (২৬)। গত ১৪ জুন মোছলেম ও তার পরিবারের লোকজন ফাতেমার বাপের বাড়ি থেকে একটি সিএনজিচালিত টেঙি কেনার টাকা আনার জন্য চাপ দিতে থাকে। ফাতেমা টাকা আনতে ব্যর্থ হলে শুরু হয় ফাতেমার উপর অমানবিক নির্যাতন। এক পর্যায়ে প্রতিবেশিরা ফাতেমাকে অগ্নিদ্বগ্ধ অবস্থায় দেখতে পান। পরে শরীরের বেশির ভাগ দ্বগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হলে জীবনের সাথে যুদ্ধ করে অবশেষে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে। এদিকে নিহত ফাতেমার বাবা মো. নুরুল আফচার বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ফাতেমার স্বামীসহ দু’জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন তিনি। পরে গত বৃহস্পতিবার রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন এলাকায় র‌্যাব৭ ও র‌্যাব১০ এর একটি টিম যৌথভাবে অভিযান পরিচালনা করে মোছলেম উদ্দিনকে গ্রেপ্তার করেন। পরে আইনগত প্রক্রিয়া শেষে গতকাল বিকালে তাকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করেন।

সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান জানান, আসামি মোছলেমকে র‌্যাব৭ শুক্রবার বিকালে থানায় হস্তান্তর করেছে। তবে তাকে আজ শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে আ. লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধসন্ধ্যা নামলেই বসে অপরাধীর আড্ডা